বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তিন দশকের বেশি সময় পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। মেয়ের এই অর্জনে গর্বিত রানির মা কৃষ্ণা মুখার্জি। তবে তার আফসোস, এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে। কৃষ্ণা মুখার্জি মনে করেন, সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমার জন্য রানির আগেই এই সম্মান পাওয়া উচিত ছিল। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য এবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, মুম্বাইয়ের এক দুর্গাপূজার মণ্ডপে অভিনেত্রীর মাকে পেয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চান৷ কৃষ্ণা মুখার্জি বলেন, “আমি খুশি যে রানি জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু খুব দেরিতে পেয়েছে। আমার মনে হয় ‘ব্ল্যাক’ সিনেমার জন্যই ওর পাওয়া উচিত ছিল। আমি ওর জন্য গর্বিত। পরে হলেও এই সম্মান সে পেয়েছে, তাতেই আমি খুশি।” সে সময় উপস্থিত ছিলেন প্রয়াত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর স্ত্রী...