সরকার বেদখল জমি ফিরিয়ে দিতে নতুন একটি কঠোর ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে—এখন থেকে পুরনো খতিয়ান ও দলিলগুলো অনলাইনে ডাটাবেসে আপলোড করে অটোমেশন পদ্ধতিতে যাচাই-বাছাই করার মাধ্যমে অবৈধ দখলদারদের সম্পত্তি থেকে বিতাড়িত করা হবে। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে এই কর্মসূচি শুরু করেছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যারা ১৩৭ বছর পুরনো (শুরু প্রায় ১৮৮৮ সাল থেকে) খতিয়ান কিংবা ১১৭ বছর পুরনো (প্রায় ১৯০৮ সালে রেজিস্ট্রেশন অ্যাক্ট শুরু হওয়ার পরকার) দলিল খুঁজে পাচ্ছেন না—তারা সংশ্লিষ্ট সরকারি দফতর থেকে এই খতিয়ান ও দলিলের কপি গ্রহণ করতে পারবেন। ধাপে ধাপে পুরাতন খতিয়ান ও দলিল অনলাইনে প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। অটোমেশন পদ্ধতির বড় সুবিধা হলো—ডাটাবেসভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে এখন যে কেউ দূর থেকে সম্পত্তির দলিল-পত্র দেখতে পারবেন। অনলাইনে প্রকাশিত রেকর্ড না থাকলে জাল...