বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আনুপাতিক প্রতিনিধিত্ব, দলনিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি বা নিয়োগ কমিটি গঠন ইত্যাদি নীতিগতভাবে আকর্ষণীয় হলেও তা কার্যকর পদ্ধতি নয় বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। পরিবর্তে বিদ্যমান সংসদীয় পদ্ধতিকে শক্তিশালী করতে সংসদের স্থায়ী কমিটিগুলোতে বিরোধীদলীয় এমপিদের চেয়ারম্যান করা, রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করাসহ কয়েকটি বিকল্প পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে সিপিডি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালনক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর নিজাম আহমেদ।সিপিডি বিশিষ্ট ফেলো প্রফেসর রওনক জাহানের সভাপতিত্বে জাতীয় সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা...