দর্শকনন্দিত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্ত্তীর চলচ্চিত্রে প্রবেশ খুব বেশি দিনের নয়। ২০২৪ ও ২০২৫ এই দুই বছরে চলচ্চিত্রের নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘কাজল রেখা’ অন্যটি ‘নীলচক্র’। গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এই সিনেমায় নবাগত শিল্পী হিসেবে মন্দিরা চক্রবর্ত্তী আলোচনায় চলে আসেন। আর এই বছর মুক্তি পায় ‘নীল চক্র’ সিনেমাটি। সিনেমায় তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এতে অনবদ্য অভিনয়ের জন্য দারুণভাবে প্রশংসিত হন মন্দিরা চক্রবর্ত্তী।এরই মধ্যে মন্দিরা চক্রবর্ত্তী জানান, শীঘ্রই নতুন সিনেমার ঘোষণা আসবে। নায়ক হিসেবেও থাকছে চমক। মন্দিরা বলেন, আমি চাই আমার তৃতীয় সিনেমা প্রথম দুটি সিনেমার চেয়ে আরও ভালো গল্পের হোক, আরও সুন্দর হোক। যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে হ্যাটট্রিক...