নিজস্ব প্রতিবেদকঃজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে যত জায়গায় আলোচনা করি, যত কথা বলি, তার সারসংক্ষেপ হলো- রাজস্ব না বাড়াতে পারলে এই দুরবস্থা থেকে বের হওয়া যাবে না। আমাদের যে পরিমাণ খরচ হয়, সে পরিমাণ যোগান হচ্ছে না। আমরা অনেক সময় বলি- জিডিপি ক্যালকুলেশনে ভুল আছে কিনা। এত এত অব্যাহতি দেই- সেগুলো তো অবশ্যই কারণ। বড় কারণ হচ্ছে- কমপ্লায়েন্স লেবেল খুবই দুর্বল। এই জায়গায় রেভিনিউ সৈনিকদের প্রচুর কাজ করার আছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কাই সিটি হোটেলের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদাহরণ দিয়ে চেয়ারম্যান বলেন, সম্প্রতি আমরা সব কর অঞ্চলে একটি নির্দেশনা জারি করেছি, যে কীভাবে...