‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে পারে। কবে ভোট হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে এর আগে নির্বাচন কমিশন এবং প্রয়োজনে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারে সরকার। কারণ, বিষয়টির সঙ্গে ইসি ও বিভিন্ন দলের সম্পর্ক আছে। ব্যালটে এই গণভোটের দুটি অংশ থাকবে। সনদের যেসব প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলো নিয়ে একটি প্রশ্ন। আবার যেসব প্রস্তাবে কোনো দল নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে, সেগুলো থাকবে আলাদা। ভোটাররা দুটিতেই আলাদাভাবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিতে পারবেন। গণভোট করার জন্য জুলাই আদেশ জারি করবে সরকার। জাতীয় ঐকমত্য কমিশন থেকে সরকারের কাছে এ ধরনের সুপারিশ যাচ্ছে। কমিশন সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। কমিশন থেকে বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়, ১৫ অক্টোবর বিকালে জাতীয়...