শেষ মুহূর্তে হৃদয় ভাঙ্গা বাংলাদেশের ফুটবলে নিয়ম হয়ে উঠেছে। তবে আজকের ম্যাচ যেন ছাপিয়ে গেছে সবকিছুকেই। ৩-১ গোলে পিছিয়ে থাকা খেলায় সমতা ফেরায় বাংলাদেশ। তারপর আবার যোগ করার সময় শেষ মুহূর্তের গোলে পরাজয় বরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে লড়াকু ম্যাচ উপহার দেওয়ার জন্য হামজাদের বাহবা দিচ্ছেন ক্রিকেটাঙ্গনের তারকারা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টানটান উত্তেজনাকর এই ম্যাচের শেষ সময়ে সামিত সোম উচ্ছ্বাসে মাতিয়েছিল গোটা দেশকে। তার আগে ম্যাচের শুরুতে দলের হয়ে গোল করেছিলেন অন্যতম তারকা হামজা চৌধুরী। শেষ দিকে দ্বিতীয় গোল আসে মোরসালিনের কাছ থেকে। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন স্বাগতিক ফুটবলাররা। তবে এমন মুহূর্তে ফুটবলারদের পাশে দাঁড়ালেন দেশের ক্রিকেটাররা। হামজা চৌধুরীর ছবি...