আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’র খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, এই অধ্যাদেশটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় যুগান্তকারী আইন হিসেবে বিবেচিত হবে। আগে যেখানে ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ অনুসারে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত ছিল, সেখানে নতুন এই অধ্যাদেশে তা দ্বিগুণ করে দুই লাখ টাকা করা হয়েছে। এতে দেশের আমানতকারীরা উপকৃত হবেন। তিনি জানান, ব্যাংক আমানত বিমা আইন, ২০০০-কে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে ‘আমানত সুরক্ষা...