অর্থনীতির নানা সংকটের মাঝেও কিছুটা স্থিতিশীল ছিল রফতানি আয়, কিন্তু এবার সেই আশা ভাঙতে শুরু করেছে। টানা দুই মাস দেশের পণ্য রফতানি কমেছে—আগস্টে কমেছিল প্রায় ৩ শতাংশ, আর সেপ্টেম্বরে আরও বেড়ে ৪.৬১ শতাংশ হ্রাস হয়েছে। পাশাপাশি, সরকার পরিবর্তনের পর কিছুটা নিয়ন্ত্রণে আসা মূল্যস্ফীতিও ফের অনিয়ন্ত্রিত হতে শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতা এবং ঋণের উচ্চ সুদের প্রভাবে বেসরকারি খাতের বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে, যার প্রতিফলন পড়েছে ব্যাংকের ঋণ প্রবৃদ্ধিতেও। গত জুন থেকে আগস্ট পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে নেমে এসে আগস্টে দাঁড়িয়েছে মাত্র ৬.৩৫ শতাংশ—যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে ন্যূনতম। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে এখন ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের সীমাবদ্ধতা, জ্বালানির ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতিমালা দেশের অর্থনীতিকে তলানির দিকে ঠেলে দিয়েছে।...