যুদ্ধের কেটে গেছে দুইটি বছর। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সেই যুদ্ধের প্রতিটি দিন ফিলিস্তিনবাসির কেটেছে দুঃস্বপ্নের মতো। ইসরায়েলের বর্বর সেই ধ্বংযজ্ঞে এই পৃথিবীর বুকেই নেমে আসে নরক। ২০ হাজার শিশু কিংবা সাধারণ নিরস্ত্র মানুষকে হত্যাই নয়, ঘটেছে অনাহারে রেখে তাদের তিলে তিলে হত্যার প্রচেষ্টাও। সভ্য পৃথিবী দেখেছে মানুষের পৈশচিকতার চুড়ান্ত রূপ। দীর্ঘ ২ বছর সেই বিভীষিকাময় পরিস্থিতির পর এবার ফিলিস্তিনি ভূমিতে এসেছে যুদ্ধবিরতির সুবাতাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির চুক্তিতে প্রথম ধাপে স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ঘোষণার...