জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বক্তব্যের সূত্র ধরে দেশের রাজনীতিতে এখন অন্যতম আলোচিত বিষয় ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান)’। আজ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের সামনে এ প্রসঙ্গ তুললেন লেখক–অধ্যাপক সলিমুল্লাহ খান। রসিকতা করে তিনি বলেছেন, ‘সেফ এক্সিট’ আর নেই কারোরই। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সলিমুল্লাহ খান। একই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে পিআইবির পাঁচটি প্রকাশনার (‘তারিখে জুলাই’, ‘জুলাই গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক বুদ্ধিজীবিতা’, ‘নিরীক্ষা: অভ্যুত্থান মিডিয়া বয়ান’, ‘যে সাংবাদিকদের হারিয়েছি’ এবং ‘ঘটনাপঞ্জি ২০২৪’) প্রকাশনা উৎসব উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন...