ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি অনুরাগ সুনীল কুমার পথিককে পথ দেখিয়েছে শিল্পী হয়ে ওঠার নেপথ্যে। চিত্রকলা পাঠের পর এদিক ওদিক নানা কাজে যুক্ত হলেও তাঁর আকণ্ঠ তৃষ্ণা ছিল অঙ্কন ও চিত্রায়ণের প্রতি। শেষাবধি আঁকাআঁকিতেই থিতু হয়েছেন। এখন নিজের আঁকাআঁকির পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের আঁকতে শেখান। সুনীলকে আমার চেনা অনেকদিন। তাঁর চিত্রবিদ্যা অর্জন বাংলাদেশের প্রধান দু’টি বিশ্ববিদ্যালয়ে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন। চারটি একক চিত্র প্রদর্শনী হয়েছে তাঁর। প্রথম দু’টি প্রদর্শনী অনেক আগে হয়েছে। এ দু’টি প্রদর্শনীর কাজে দৃষ্টিনন্দন নিসর্গ ও নারীর সুললিত ফিগর দেখেছি। শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এ বছরের মে মাসে ঢাকার লালমাটিয়ায় গ্যালারি ভূমিতে। মাত্র তিন মাসের ব্যবধানে হলো তাঁর চতুর্থ একক। ঢাকার গুলশানে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সুনীল কুমারের...