(১) হে নবী! আল্লাহকে ভয় করো। আর কাফির ও মুনাফিকদের অনুসরণ করো না। আল্লাহ হলেন সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। (২) আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যে ওহী নাযিল করা হয়, তার অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে ব্যাপারে পূর্ণ অবগত। (৩) আর আল্লাহর উপর ভরসা করো। ভরসাস্থল হিসেবে আল্লাহই যথেষ্ট। মর্ম ও শিক্ষাপূর্ব সূরার শেষ দিকে বলা হয়েছে, রাসূল (স) ও সত্যপন্থিরা যেন বাতিলপন্থিদের এড়িয়ে যায় এবং সত্যপন্থী ও বাতিলপন্থিরা নিজ নিজ পরিণামের জন্য অপেক্ষা করে। এরপর সূরা আহযাব শুরু হয়েছে এমন একটি প্রেক্ষাপট দিয়ে যেখানে বাতিলপন্থিরা রাসূল (স)-এর নিকট এক প্রকার সমঝোতার প্রস্তাব দিয়েছিল। সেই সমঝোতার সারকথা হলো পৌত্তলিকতা ও ইসলাম ধর্ম উভয়টিকেই গ্রহণ করা এবং পৌত্তলিকতার বিরুদ্ধে কোন কিছু না বলা। সে পরিপ্রেক্ষিতে এখানে রাসূল (স)...