গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে। এর আগে মিসরে তিন দিন ধরে তীব্র পরোক্ষ আলোচনার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এর মানে হলো, খুব শিগগির সব জিম্মি মুক্তি পাবেন, আর ইসরায়েল তাদের সেনাদের এক সমঝোতাকৃত সীমারেখায় ফিরিয়ে আনবে। এটি একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তির প্রথম ধাপ।’ তবে তিনি এই প্রথম ধাপের বিস্তারিত ব্যাখ্যা দেননি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার সন্ধ্যায় পরিকল্পনার প্রথম ধাপ অনুমোদনের জন্য বৈঠকে বসবে। এরপর পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও ভোট দেবে। ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে চুক্তি অনুমোদন করলে, যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেছেন, অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে।...