নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার ঘণ্টা কয়েক আগে থেকেই নরওয়ের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর নীরবতা। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এ বছর পুরস্কার না পান তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন নরওয়েজিয়ান রাজনীতিক ও পর্যবেক্ষকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। নরওয়ের নোবেল কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য তাদের সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। সোমবার সেই নাম চূড়ান্ত করা হয়। এর কয়েক দিন পরই ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ফলে, বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ সময়সূচি বিবেচনায় ট্রাম্পের পুরস্কার পাওয়া অত্যন্ত অনিশ্চিত। নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির নেতা কির্সতি বার্গস্তো বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন এক দিকে আমেরিকাকে নিয়ে যাচ্ছেন, যেখানে গণতন্ত্র ও বাকস্বাধীনতা আক্রান্ত। গোপন পুলিশের মাধ্যমে নাগরিকদের অপহরণ,...