গাজায় শান্তি প্রতিষ্ঠা ও একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সংঘাতের অবসানের লক্ষ্যে প্রস্তাবিত ‘সর্বব্যাপী পরিকল্পনার প্রথম ধাপ’ বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের মধ্যে যে সমঝোতা হয়েছে, মালয়েশিয়া তা স্বাগত জানায়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এ পরিকল্পনার প্রথম ধাপে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে এবং পূর্ণাঙ্গভাবে তা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া। গাজায় যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব ও উদ্যোগ নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে মালয়েশিয়া কৃতজ্ঞতা জানায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনাটি বাস্তবায়নে সহায়তা প্রদানের জন্য মিশর, কাতার, তুর্কিয়ে ও অন্যান্য দেশের ভূমিকাকেও মালয়েশিয়া মূল্যায়ন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অগ্রগতি গাজায় হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ ও...