বিশেষ প্রতিবেদকঃযুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এ বছর ৮০১ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান করে আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় থাকলেও সবগুলোর অবস্থান ৮০০-এর পরে। এর মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয় সরাসরি র্যাঙ্কিংয়ে এবং ৯টি ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। গত বুধবার টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র্যাঙ্কিং অনুযায়ী ৮০১ থেকে ১০০০ অবস্থানে থাকা পাঁচ বিশ্ববিদ্যালয়গুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গতবারও এই সীমার মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় ছিল। তবে এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদ পড়েছে। গত বছর এই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। তবে এ বছর...