ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার ও বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী রদ্রিকে দলে টানতে আবারও আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদ্রিদের জায়ান্টরা রদ্রিকে দলে ভেড়াতে ১৫০ মিলিয়ন ইউরো (প্রায় ১৭৫ মিলিয়ন ডলার বা ২ হাজার ১২৩ কোটি টাকা প্রায়) পর্যন্ত খরচ করতে রাজি। তবে ম্যানচেস্টার সিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে— তারা তাদের সোনার ডিম পাড়া হাঁসকে ছাড়তে রাজি নয়। রদ্রিকে তারা দলে রাখতে চায় আরও অনেক বছর। রদ্রি ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। প্রথম দিকে কিছুটা ধীর সূচনা হলেও, পরবর্তীতে তিনি পেপ গার্দিওলার দলে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। সিটি তাকে কিনেছিল প্রায় ৬২.৬ মিলিয়ন পাউন্ডে, আর এখন তার বাজারমূল্য দ্বিগুণেরও বেশি। ২০২৪ সালে তিনি ব্যালন ডি’অর জেতেন— ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ও স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ...