হংকংয়ের বিপক্ষে ঐতিহাসিক জয়ের হাতছানি ছুঁয়ে এসেও শেষ মুহূর্তে হোঁচট খেল বাংলাদেশ। শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৪–৩ ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেছেন হামজা চৌধুরী, শেখ মোরছালিন ও সামিত সোম। হংকংয়ের হয়ে হ্যাটট্রিক করেছেন রাফায়েল মেরকিস, একটি গোল করেন এভারটন কামারগো। ম্যাচের শুরু থেকেই দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটেই দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বক্সের ডান পাশ থেকে নেওয়া তার কোনাকুনি ফ্রি কিকটি হংকংয়ের এক ডিফেন্ডারের মাথায় লেগে জড়িয়ে যায় জালে। স্কোরলাইনে এগিয়ে থেকে প্রথমার্ধের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে সমতায় ফেরে হংকং। বাংলাদেশের রক্ষণভাগের ভুলে গোলপোস্টের সামনে থাকা এভারটন কামারগো...