প্রথমে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েও টানা ৩ গোল হজম, এরপর মোরছালিন ও শমিত সোম ২ গোল দিয়ে সমতায় ফিরলেও ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল খেয়ে ৪-৩ গোলে হার বাংলাদেশের। রাতে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে এমন নাটকীয় হার যেন ম্যাচ শেষে মানতেই পারছিলেন না হতাশায় ভেঙে পড়া বাংলাদেশের ফুটবলাররা।ম্যাচের পর হামজা চৌধুরীর মাঠে বসে পড়ে কাদেো কাদো চেহারা হৃদয় ভেঙে দিয়েছো লাখো ভক্তের মনে। তেমনি এক ভক্ত ক্রিকেটার সৌম্য সরকার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছেন, "মাঠে হেরেছো, কিন্তু হৃদয় জিতে নিয়েছো আমাদের। এভাবেই জ্বলতে থাকো।" লিটন কুমার দাস বলেছেন, "হামজা-শমিতরা অসাধারণ খেলেছেন, ভেঙ্গে পড়ার কিছু...