বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় জেলা যুবদল প্রতিবাদ জানিয়েছে। জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা বাচ্চু সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কাশেম জিহাদী এক সময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে নিজের নামে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তিনি চন্দ্রগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সর্বশেষ ২০২৩ সালের ২৫ এপ্রিল রাতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনকে গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি তিনি। এরপর থেকে তিনি দেশের বাহিরে পলাতক রয়েছেন। পালিয়ে...