লন্ডন থেকে ফেরার পথে বিমানের ভেতরে উত্তেজিত হয়ে ঘুসি মেরে মনিটর ভেঙেছেন এক যাত্রী। এ ঘটনায় তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই ব্যক্তিকে আটক করা হয়। রাত ৯টা পর্যন্ত তিনি ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে ছিলেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক আলমগীর হোসেন এসব তথ্য জানিয়েছেন। অভিযুক্ত ব্রিটিশ পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মো. শওকত আলী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী ফ্লাইট বিজি-২০১–এর যাত্রী ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারে। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রাপথে কোনো এক পর্যায়ে শওকত আলী উত্তেজিত হয়ে নিজের সামনের আসনের মনিটরে ঘুসি মারেন। এতে মনিটরটি ভেঙে যায়। বিষয়টি ক্রু সদস্যদের নজরে এলে অবতরণের পরই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা নাম...