জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে’, এ নিয়ে মতবিরোধের মধ্যেই ‘জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদেও দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হবে। বিএনপিসহ কিছু দল চায় জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট জামায়াতসহ কিছু দলের দাবি জাতীয় নির্বাচনের আগেই গণভোট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যেও মধ্যেই বুধবার সংলাপ শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন। সবশেষ বিএনপিসহ কিছু দল বলেছে, গণভোট জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে করতে...