০৯ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী রেজা সালেহি-আমিরি বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোট ২৬৮টি পর্যটন প্রকল্পের একযোগে উদ্বোধন করেন। এগুলোর মধ্যে রয়েছে ৩৩টি হোটেল এবং হোটেল অ্যাপার্টমেন্ট, ৯৮টি ঐতিহ্যবাহী এবং ইকো-পর্যটন আবাসন, ২৬টি ঐতিহ্যবাহী খাবারের হল, ১২টি পর্যটন কমপ্লেক্স এবং ৯৯টি অন্যান্য পর্যটন সুবিধা। মোট ১৩০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ১৩০ মিলিয়ন ডলার) বিনিয়োগে এসব প্রকল্পে ২,৮৩০ জনের কর্মসংস্থান হবে। সালেহি-আমিরি তেহরানের কেন্দ্রে একটি বুটিক হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রচেষ্টার প্রশংসা করেন। ইলাম প্রদেশের কর্মকর্তাদের সাথে কথা বলার সময় মন্ত্রী বলেন, "ইলাম হলো ইরানি সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে একটি এবং এটি অতুলনীয় পর্যটন সম্ভাবনা, উষ্ণ ও অতিথিপরায়ণ মানুষ এবং মূল্যবান হস্তশিল্প সহ একটি...