০৯ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম বগুড়ার ধুনট উপজেলার শোহরাবাড়ি গ্রামে যমুনা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। চার কিলোমিটার এলাকা জুড়ে শুরু হওয়া এই ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি ও অন্তত ৯টি দোকানের জায়গা। চরম হুমকির মুখে রয়েছে আশপাশের কয়েকটি গ্রামের শত শত পরিবারের বসতভিটাও। স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুবলীগের এক নেতার অবৈধ বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ডের যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেওয়াই এই ভাঙনের মূল কারণ। গত দুইদিনের ব্যবধানে যমুনার পানি ১০০ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় বুধবার সকাল থেকে নতুন করে দেখা দেয় তীব্র ভাঙন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, পূর্বে ভাঙন ঠেকাতে নদীতে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, ভাঙনের আশঙ্কায় বুধবার সকাল...