বিদেশে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান বিএইচই ইউনির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বনানী শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ অফিস এবং বনানী শেরাটনে জমকালো আয়োজন করা হয়। এতে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সরকার প্রতিনিধি, ক্রীড়া, গণমাধ্যম ও কর্পোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর এস এম সাইফুল ইসলাম বলেন, এই আয়োজনের মাধ্যমে বিএইচই ইউনি তার শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায় সূচনা করবে। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, বিএইচই ইউনির সিইও ড. মোহাম্মদ শফিক, বিসনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইসাবেলা মিকু, ম্যানেজিং ডিরেক্টর এস এম সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত অতিথিরা বিএইচই ইউনির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিএইচই ইউনি যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সঠিক কোর্স...