সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে (৩৮) আদালতে নেওয়ার সময় তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিলে দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।এছাড়াও বৃহস্পতিবার ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের এই মামলায় আদালত শামীম আশরাফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার শামীম আশরাফকে গত ৭ অক্টোবর কোতোয়ালি মডেল থানা হাজত থেকে আদালতে নেওয়ার পথে তাঁর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।ঘটনাটির প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড...