শক্তিমত্তায় বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষ মুহূর্তে হতাশার হার দেখেছে বাংলাদেশ। দীর্ঘ সময় ৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৮৪ ও যোগ করা সময়ের নবম মিনিটে সমতায় ফেরে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে হামজা-সামিত-মোরসালিনদের হতাশার সাগরে ডুবিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হংকংয়ের রাফায়েল মার্কিস। ফলে বাংলাদেশ হারল ৪-৩ ব্যবধানে। ম্যাচের অন্তিম মুহূর্তেই সব নাটকীয়তা। ইনজুরি সময়ে সামিতের গোলে বাংলাদেশ ৩-৩ সমতা আনে। এক পয়েন্ট নিশ্চিতের আনন্দে স্টেডিয়ামের পুরো গ্যালারি মেতে উঠে। সেই আনন্দ এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। হংকংয়ের রাফায়েল মার্কিসের গোলে স্তব্ধ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। ৪-৩ গোলে হংকং এগিয়ে যাওয়ার পরমুহূর্তেই কুয়েতি রেফারি সওদ আলসামহান ম্যাচ শেষের বাঁশি বাজান। হামজা-জামালরা কেউ বসে পড়লেন, আবার কেউ জার্সি টেনে মুখের কাছে নিলেন। হোম...