মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মুখের টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সম্পূর্ণ বিশ্রামে আছেন। স্পর্শিয়া জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘অপারেশন সাকসেসফুল। টিউমার হয়েছিল। বেশ জটিল অপারেশন ছিল। তবে আমার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। এই সময়ে আমাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’ নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে স্পর্শিয়া আরও বলেন, ‘সবকিছুই ঠিকঠাক চলছিল। মাসখানেক আগে নিয়মিত শারীরিক পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারি এই বিরল রোগের কথা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। প্রযোজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। ৭ অক্টোবর অস্ত্রোপচার হয়েছে।’ চিকিৎসকেরা স্পর্শিয়াকে তিন সপ্তাহের পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ের মধ্যে কথা বলা নিষেধ, এমনকি...