সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে থাকা পাগলী ভিক্ষুক সালেহার কাছে থেকে পাওয়া গেছে ভিক্ষার দুই বস্তা টাকা খুচরা টাকা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। টাকাগুলো পেয়ে স্থানীয় কয়েকজন তা বস্তা থেকে বের করে গুণতে শুরু করে। এ খবর এলাকায় মূহুর্তে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত নারী পুরুষ ও শিশু এই টাকা গোনা দেখতে সেখানে এসে ভীড় জমায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় থাকেন। কখনো নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্য টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে শাপলা খাতুনের স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশা চালক শহিদুল ইসলাম। ভিক্ষুকের মেয়ে শাপলা...