বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে জনসংযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন। জনসংযোগে ৩১ দফা বাস্তবায়নে ৪৯ নম্বর ওয়ার্ড স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন পেশার কর্মজীবী মানুষের হাতে লিফলেট তুলে দেন গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাভেদ আহমেদ সুমন। সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, তরুণদের বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতি বিকাশ ঘটাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলেছেন-এক কোটি তরুণদের চাকরির ব্যবস্থা করা হবে, আমরা সেই পদক্ষেপ হাতে নেব। শ্রমিকদের দাবি ও ন্যায্য পাওনা যেন তারা পায় সে লক্ষ্যে মালিকপক্ষের সঙ্গে আমরা বসব। শ্রমিকরা যেন তাদের...