ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, জাকার্তায় অনুষ্ঠিতব্য জিমন্যাস্টিকস বিশ্বচ্যাম্পিয়নশিপে ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। বিশ্বের সর্বাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেদ্য টাইমস অব ইসরাইল। যদিও সম্প্রতি জাতিসংঘে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইসরাইলের নিরাপত্তার বিষয়েও সমর্থন প্রকাশ করেছিলেন, তবুও দেশে ইসরাইলি অংশগ্রহণের বিরুদ্ধে ব্যাপক জনঅসন্তোষ দেখা দিয়েছে। আগামী ১৯ অক্টোবর জাকার্তায় শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টে ৮৬টি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে আছেন ২০২০ অলিম্পিক স্বর্ণপদকজয়ী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত, যিনি পুরুষদের ফ্লোর এক্সারসাইজে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। তবে এখন ইসরাইলের অংশগ্রহণ অনিশ্চিত। ইসরাইলি জিমন্যাস্টিকস ফেডারেশন জুলাই মাসে জানিয়েছিল যে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ তাদের দলকে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছিল—যা দেশের দীর্ঘদিনের নীতির...