জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে হবে নয়তো সংরক্ষিত তালিকা থেকে ‘ধানের শীষ প্রতীক, সোনালি আঁশ প্রতীক’ বাদ দিতে হবে- নির্বাচন কমিশনকে (ইসি) এ শর্ত দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার, (০৯ অক্টোবর ২০২৫) ইসির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। দলীয় প্রতীক শাপলা পেতে দেন-দরবারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধিদল। বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ ছিলেন। এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের আরও বলেন, ‘শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেয়া...