খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার, (০৯ অক্টোবর ২০২৫) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকার বক্কর বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ খান খুলনার বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জেরে সবুজ খানকে তার শ্যালিকা নাজমা বেগম ও নাজমার ছেলে মিলে হত্যা করেছেন। নিহত সবুজ খানের পরিবারের দাবি, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের সঙ্গে শত্রুতার কারণেই এ হত্যাকাণ্ড ঘটে। ওই চক্রের নেতৃত্বে ছিলেন নাজমা ও তার ছেলে। খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, বৃহস্পতিবার, সকালে বাজারে যাওয়ার পথে বক্কর বস্তি এলাকায় কয়েকজন সবুজ খানের পথরোধ করে। নিহত সবুজ খান ও তার শ্যালিকা নাজমা বেগমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার, সকালে খালিশপুর হাউজিং বাজারে...