মানসিক স্বাস্থ্যসেবাকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে মনোসামাজিক সাপোর্ট কর্নার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগের দাবি উঠেছে এক গোল টেবিল আলোচনায়। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন দুর্যোগে প্রতি বছর প্রায় ৫০-৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার মানসিক প্রভাব দীর্ঘমেয়াদি হয় রাজনৈতিক ও সামাজিক সংকটকালে মানসিক স্বাস্থ্যও সংকটে পড়ে সরকারি হিসাবে দেশের ৪ কোটি মানসিক রোগীর বিপরীতে সাইকোলোজিস্ট মাত্র ৪৬৫ জন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার, (০৯ অক্টোবর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট অ্যাজেন্সিজ ইন বাংলাদেশ) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানসিক সমস্যায় ভুগছেন মানুষ। আশার কথা এই যে, ২০১৮ সালে মানসিক স্বাস্থ্য আইন প্রণয়ন করেছিল সরকার। যদিও এর সফল বাস্তবায়ন এখনও...