০৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আটককৃত ২৫ জন বন্দির মুক্তির বিষয়ে কূটনৈতিক এবং আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে হামদান আল কাবি নামক এক ল’ফার্মকে নিযুক্ত করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। আটককৃত অবশিষ্ট এই বন্দিদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশিষ্ট বন্দিদের মুক্তির জন্য চলতি বছরের ২২ এপ্রিল আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা প্রেরণ করে তাদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। মুক্তি প্রক্রিয়ায় সন্তোষজনক গতি আনার লক্ষ্যে মে মাসে সংযুক্ত আরব...