যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে আছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এবারও তাঁর জয়ের সম্ভাবনা ক্ষীণ। নোবেল পুরস্কার পর্যবেক্ষকেরা বলছেন, কয়েকটি আলোচিত মনোনয়ন ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কিছু উদ্যোগ থাকলেও এই পুরস্কার জেতার সম্ভাবনা বাস্তবে অনেক কম। নরওয়ের নোবেল কমিটি সাধারণত এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেই গুরুত্ব দেয়, যারা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখে। কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার (যেমন; ইউএসএআইডি) প্রতি ট্রাম্পের বিরূপ মনোভাব ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে উদাসীনতা বরং তাঁর বিপক্ষেই যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।তবুও ট্রাম্প প্রথম মেয়াদ থেকেই নোবেল পুরস্কার নিয়ে বেশ সরব। গত মাসে জাতিসংঘ অধিবেশনে তিনি বলেন, ‘সবাই বলে আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।’যদিও নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী কেউ নিজেকে মনোনয়ন দিতে পারেন না। তবে ট্রাম্পের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কিছু...