০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১২তম আসরে নয়টি স্বর্ণ, দুটি রৌপ্য এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থান অর্জন করেছে। দেশটির প্যারা-অ্যাথলিটরা এবারের চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করায় ইরানের প্যারা-অ্যাথলিট অ্যাসোসিয়েশনের প্রধান আলিয়াশগর হাদিযাদে ইরানি প্রতিযোগীদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এই খবর দিয়েছে তেহরান টাইমস। হাদিযাদে তেহরান টাইমসকে বলেছেন, "আমাদের অ্যাথলেটদের পারফরম্যান্স প্রতিযোগিতার জন্য একটি ঐতিহাসিক অর্জনকে চিহ্নিত করেছে। আমরা এর আগে এমন পর্যায়ের পৌঁছাতে পারিনি। আমাদের সেরা পূর্ববর্তী ফলাফল ছিল একটি একক অভিযানে চারটি স্বর্ণপদক, এবং প্যারিস, কোবে, দুবাই এবং লন্ডনে আমরা সর্বোচ্চ তিনটি স্বর্ণ অর্জন করতে পেরেছিলাম।" তিনি আরও বলেন, "আমি আশা করি আমাদের অ্যাথলেটরা এই গতি বজায় রেখে ২০২৬ সালের নাগোয়াতে এশিয়ান গেমস এবং...