ময়মনসিংহের ত্রিশালে মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে মাটিচাপা দেয়ার লোমহর্ষক এক ঘটনা ঘটেছে। ঘটনার পর ঘাতক ছেলে মো. রিয়াদ হাসান রাজু (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন— মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)। ঘটনাটি ঘটেছে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুলসংলগ্ন এলাকায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে রিয়াদ হাসান রাজু প্রথমে তার মা রানোয়ারা বেগমকে গলাটিপে হত্যা করে লাশ ঘরে লুকিয়ে রাখে। পরে সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী ঘরে ফিরলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর ঘরের মেঝে খুঁড়ে মা-বাবার লাশ সেখানে পুঁতে রাখে রাজু। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে রাজু তার বোনদের জানায়, ‘বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না’। পরে বোন জরিনা খাতুন...