বাংলাদেশে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির সর্বশেষ মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, স্বৈরাচার পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরও দেশে রাজনৈতিক সহিংসতা, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত ৬৯২টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০৭ জন নিহত এবং ৫ হাজার ৫৭৯ জন আহত হয়েছেন। এ সময় রাজনৈতিক সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে—যা মোট ঘটনার প্রায় ৫৮৭টি। এসব সংঘর্ষে ৬১ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মী নিহত এবং ৩ হাজার ৭৭৯ জন...