এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে ১৩ মিনিটে হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে যোগকরা সময়ের শেষ দিকে সমতায় ফেরে হংকং। ৫০ ও ৭৪ মিনিটে রাফায়েল মার্কিসের গোলে হংকং এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করলে ম্যাচে ফেরার সুযোগ পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জার্সিতে জাতীয় দলে অভিষেক হয় জায়ান আহমেদের। তিনি মাঠে নামার পর থেকে বাঁ-দিক দিয়ে বেশ কিছু আক্রমণে ওঠে স্বাগতিকরা। কুলিং ব্রেকসহ ইনজুরি সময়টা একটু বেশিই ছিল। ইনজুরি সময়ের নবম মিনিটে জায়ানের তৈরী করা কর্ণার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান শমিত সোম। বাংলাদেশের জার্সিতে এটি সোমের প্রথম গোল। স্কোর ছিল ৩-৩। মনে হচ্ছিলো এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। তবে ম্যাচের ১০১তম মিনিটে হংকংয়ের রাফায়েল মার্কিস নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জেতান...