কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেছে। এসময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ডাউকিয়া এরাকায় এ দুর্ঘটনা হয়। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসটি উদ্ধার জন্য ঘটনাস্থলে যায়। রাত ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ শুরু করে তারা। এর আগে, ঘটনার পরপরই এলাকার লোকজন বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। পরে, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ...