দেশের ফুটবলের আজকের এই রাতটা বহুদিন গেঁথে থাকবে ফুটবল প্রেমীদের মনে। রোলার কোস্টার রাইডের মত টান টান উত্তেজনার ম্যাচে দুই দল করলো সাত গোল। বৃহস্পতিবার (৯ অক্টোবার) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ। যখন উৎসব আনন্দেমেতে উঠেছে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি তখনই শেষ মিনিটের গোলে গ্যালারিতে বিষাদের কালো...