চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সমন্বয়কদের ‘হত্যা করার নির্দেশ ছিল’ বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সেই আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আদালতকে বলেছেন, ২০২৪ সালে আন্দোলনের মধ্যে তাকে তুলে নিয়ে যাওয়ার পর বলা হয়েছিল, কথা না শুনলে ‘হত্যার নির্দেশ দিয়ে রেখেছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামাল। সে সময় চানখাঁরপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ছিলেন এ মামলার ১৯ নম্বর সাক্ষী। ২০২৪ সালের জুলাই ও অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যযন্ত ঘটনার বিবরণ দেন তিনি। তাকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনাও বলেন। আসিফ মাহমুদ বলেন, ২০২৪...