০৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম বাংলাদেশের আর্থিক সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে দেশের আমানতকারীদের জন্য সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে। এটি দেশের প্রায় ৯৩ শতাংশ আমানতকারীর সঞ্চয়কে আরও নিশ্চিত নিরাপত্তা দেবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৯৮৪ সালে ব্যাংক আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘ব্যাংক ডিপোজিট ইন্সুরেন্স অর্ডিন্যান্স’ প্রণীত হয়েছিল। এরপর ২০০০ সালে এই অধ্যাদেশটি সংস্কার করে ‘ব্যাংক আমানত বিমা আইন’ হিসেবে পুনর্গঠন করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই এই আইন বেশ কিছু সীমাবদ্ধতায় পড়ে যায়। তফসিলি...