ময়মনসিংহের ত্রিশালে মাকে শ্বাসরোধে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের একমাত্র ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামের কৃষক মোহাম্মদ আলী (৬২) বানু আরা বেগম (৫৫) তাদের একমাত্র ছেলে রিয়াজ হোসেন রাজুকে (২৮) ব্যবসার জন্য কয়েক লাখ টাকা দেন। কিন্তু অভিযুক্ত রাজু হঠাৎই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। প্রায় টাকার জন্য বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করত সে। সম্প্রতি টাকার জন্য বাবাকে চাপ দিতে থাকলে এক কাঠা জমি তার নামে লিখে দেন মোহাম্মদ আলী। তাতেও শেষ রক্ষা হয়নি মা-বাবার। বুধবার বেলা ১১টার দিকে মা বানু আরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখে...