রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বীকার করেছেন, ২০২৪ সালে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় তার দেশের ভূমিকা ছিল। এ দুর্ঘটনাকে ট্র্যাজেডি আখ্যায়িত করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিপদে পড়া একটি বিমান কাজাখস্তানে জরুরি ভিত্তিতে অবতরণকালে বিধ্বস্ত হয়। বিমানটির ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জনই নিহত হন। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি সমস্যায় পড়ে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ-এর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ঘটনার দিন সকালে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার জন্য দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল এবং বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে সেগুলো বিস্ফোরিত হয়েছিল। পুতিন আরো বলেন, যে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল তা সরাসরি বিমানে আঘাত করেনি।...