খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সম্প্রতি বেড়ে গেছে কুকুরের উৎপাত। প্রতিদিন ৬০ থেকে ৭০টি কুকুরকে সকাল থেকে রাত পর্যন্ত একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ কিংবা আবাসিক হল, আবাসিক এলাকায় সর্বত্রই দেখা যায়। অনেক সময় কুকুরের আচরণে আতঙ্কিত হচ্ছেন শিক্ষার্থী ও কর্মচারীরা, কেউ কেউ আক্রমণের শিকারও হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাণীপ্রেমী শিক্ষার্থীরা একযোগে এগিয়ে আসেন মানবিক সমাধানের পথে।আরো পড়ুন:খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনখুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবি খুবিতে পূজার ছুটি বাড়ানোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে কুকুর নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক ও মানবিক উদ্যোগ- বন্ধ্যাত্বকরণ (স্পে-নিউটার) ও টিকাদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রাণীপ্রেমী শিক্ষার্থীদের গ্রুপ ‘স্নেহটেইল’ এর আয়োজনে এই কার্যক্রম পরিচালনায় দায়িত্ব নিয়েছে ফারি ফ্রেন্ডন্স ফাউন্ডেশন নামের...