নির্বাচন কমিশন বলছে, তফসিলে না থাকায় শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাচ্ছে না। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বারবার বলছে, তারা শাপলার ব্যাপারে অনড়। শাপলা ছাড়া আর কোনো প্রতীক নেবে না। প্রয়োজনে দলটি নিবন্ধনও নেবে না। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে ইসি সচিবও ছিলেন। আড়াই ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি পুনরায় ব্যক্ত করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাব। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদের। আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম, প্রতীক প্রশ্নে যদি শাপলা না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কী? দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা...