মিশরে নিবিড় আলোচনার পর ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা দীর্ঘ-প্রতিক্ষীত এক উল্লেখযোগ্য অগ্রগতি, যা দুই পক্ষকে গাজায় দুই বছরের যুদ্ধ অবসানের কাছাকাছি নিয়ে এসেছে। তবে এই অগ্রগতির পরও তা যে ঘটবে এমন কোনও নিশ্চয়তা এখনও নেই। এবারের যুদ্ধবিরতির প্রচেষ্টায় মূল ভিন্ন বিষয় যেটি দেখা গেছে, তা হচ্ছে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পৃক্ততা। চুক্তি মেনে নিতে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের পাশাপাশি ইসরায়েলের ওপরও চাপ বাড়িয়েছেন তিনি। “যুদ্ধের অবসান ঘটানো ব্যক্তি” হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া এবং এর জন্য পুরষ্কৃত হতে চাওয়া কারও জন্য এটি বড় এক কূটনৈতিক সাফল্য। ট্রাম্প নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার ইচ্ছা বরাবরই প্রকাশ করে আসছেন। ফলে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, গাজায় এই যুদ্ধবিরতি চেষ্টার পেছনে ট্রাম্পের শান্তিতে নোবেল জয়ের আশা কাজ...